ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

0
136
DHAKA-ED-Droho04-11-20P3

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছে।

অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষাথীরা তাদের ৭ দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।

সেখানে তারা বলেন, সাত কলেজের নানা অসঙ্গতি এবং সমস্যার সমাধান কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। প্রশাসন সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও কার্যত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এসময় শিক্ষার্থীরা তাদের সাত দফা উত্থাপন করে এগুলো যথাযথভাবে বাস্তবায়ন দাবি জানান। অন্যথায় ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস শাহাদাতসহ অন্য বক্কারা বলেন, তারা চায় সেশনজট শূন্যে নামিয়ে আনা হোক। এছাড়া সময় মতো পরীক্ষা নেওয়া ও তার ফল প্রকাশ করা। একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করার জোর দাবি জানান। এছাড়াও অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের যথাযথ মূল্যায়ন করারও দাবি জানান এই শিক্ষার্থী।