তারিকুল ইসলাম খোকসা পৌরসভার মেয়র নির্বাচিত

0
123
MAYOR KHOKSA DROHO 28 P2
মেয়র তারিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার মেয়র পদে দ্বিতীয় বার নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী তারিকুল ইসলাম।

পৌর এলাকার ৯টি কেন্দ্র থেকে বেসরকারী ভারে ঘোষিত ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতিক নিয়ে তারিকুল ইসলাম প্রায় ৯৩২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম বিএনপির ধানের শীর্ষের প্রার্থী নাফিজ আহমেদ ১৫৮৩ ভোট পেয়েছেন।

বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল আনুয়ায়ী সাধারন কাউন্সির পদে ভোট ব্যবধানে এগিয়ে আছেন মনিরুজ্জামান টিপু, মহব্বত আলী ফকর, আব্দুল হামিদ, আবুল হোসেন তরুন, সেলিম হুসাইন, ইমরান হোসেন, হাসেম আলী, ইউনুস আলী, মেহেদী হাসান বিশ্বাস।

সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে এগিয়ে আছেন ফরিদা পারভীন, সেলিনা আক্তার ও ডালিয়া খাতুন। তারা সবাই চশমা মার্কা প্রতিক নিয়ে  ভোট যুদ্ধে লড়েছিলেন।

সকালে উৎসব মুখোর পরিবেশে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। ভোটের শুরু থেকে কেন্দ্র গুলোতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তবে নারী ভোটারের উপস্থিতি লক্ষনিয় ছিল। অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপচে পরা ভিড় ছিল। তাই নির্দ্ধারিত সময়ের পরেও ভোট গ্রহন চলে। এটিই জেলায় প্রথম ইভিএম এ ভোট গ্রহন। ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত ৬ টি ভোট কেন্দ্রসহ গোটা পৌর এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরী করেছে র‌্যাব, বিজিবি, পুলিশ ও সরকারের অন্যান নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

সকালে বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজুর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান স্বাভাবিক ভোট হচ্ছে। ফলাফল ঘোষনার পরে তিনি জানান যান্ত্রীক কারচুপির কারচুপি হয়েছে।