তুলে নেওয়া একমাস পরেও সন্ধান হয়নি কুষ্টিয়ার বাকী বিল্লার

0
117
KUSHTIA-DROHO-12-P-4

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকার নিশাত নগরের বাসার সামনে থেকে কুষ্টিয়ার যুবক বাকী বিল্লাহকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার এক মাস পরেও সন্ধান হয়নি।

শনিবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবে নিখোঁজ বাকী বিল্লার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় নিখোঁজ যুবকের পিতা ইয়াকুব আলী ও স্ত্রী কুলসুম আক্তারসহ তিন শিশু সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১২ নভেম্বর তাকে বাসার নিচ থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান একদল লোক।

বাকী বিল্লাহ বাড়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ দক্ষিণপাড়ায়। তিনি ঢাকায় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতেন।

সংবাদ সম্মেলনে নিখোজ যুবকের স্ত্রী কুলসুম আক্তার জানান, ছেলেকে মাদ্রাসায় রেখে আসার জন্য ১২ নভেম্বর সন্ধ্যার আগে তুরাগ থানার নিশাতনগর এলাকার বাসা থেকে বের হন বাকী। এ সময় বাসার নিচে অপরিচিত দুই ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে জোর করে সিলভার কালারের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। গাড়ির মধ্যে আরও ৮ থেকে ১০ জন ছিল। পরদিন তুরাগ থানায় জিডি করতে গেলে তা নেওয়া হয়নি। ৫দিন ঘোরানোর পর পর জিডি নেয় থানা।

তিনি বলেন, ‘এক মাস ধরে প্রতীক্ষায় আছেন, কখন সে ফিরে আসবে। আমার তিনটি ছোট ছোট বাচ্চা। ওদের নিয়ে আমি কোথায় যাব? তাই সরকারের কাছে আমার চাওয়া, দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’