দীর্ঘ বিরতির পরে খুলছে চীনের সিনেমা হল

0
120
cinema-Dro-26-7-p-13
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

বৈশ্বিক মহামারী জয় করে মার্চ মাসেই স্বাভাবিক জীবন-যাপনে ফিরে এসেছে চীনের জনগণ। প্রায় দুই মাস বন্ধ রাখার পরে খুলে দেওয়া হয়েছিল দেশটির প্রায় ৭০ হাজার সিনেমা হল। তবে আবারও করোনার হামলা পড়তে পারে এই আশঙ্কায় সিনেমা হলগুলো বন্ধের নির্দেশ দেয় বেইজিং ফিল্ম ব্যুরো।

করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা সামলাতেই চীনের সব সিনেমা হল এতদিন বন্ধ ছিল।

অবশেষে দেশটির বেইজিংয়ে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ার কারনে সীমিত পরিসরে সিনেমা হল খুলে দেয়া হয়েছে।

আরও দেখুন- অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)

চীনে এখনো অল্প বিস্তর মানুষ করোনায় আক্রান্ত হলেও বেইজিংয়ে গত দুই সপ্তাহে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা ঘটেনি। লোকাল ট্রান্সমিশনও হয়নি। অনেক বিধিনিষেধই তুলে নেয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ। সেজন্যই খুলে দেয়া হচ্ছে এই শহরটির সিনেমা হল।