দেশের সর্বোচ্চ তাপমাত্রা মোংলায় ৩৬.২

0
112

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোংলা উপজেলাবাসী সূর্যের প্রখর রোদে হাঁসফাঁস করছেন। কয়েকদিন ধরে চলছে তাপপ্রবাহ। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়। এ দিন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ঢাকা অফিসের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মোংলায়। এর আগে শুক্রবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলাতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন – ঝিনাইদহে পিস্তলসহ দুই মাদক কারবারী আটক

তিনি আরও বলেন, এ তাপপ্রবাহ অবশ্য দুই-একদিনের মধ্যে কমে যাবে।