দেশে করোনা ভাইরাসে ৩৭ জনের মৃত্যু

0
98
Droho 11 p3
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে মঙ্গলাবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মারা গেছেন ৩৭ জন। নতুন করে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের তথ্যমতে, দেশের ৫০ টি ল্যাবে ১২ হাজার ৭০৪ জনের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৬৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ দিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৪০ জনের। মোট মারা গেছেন ৭৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির শরীর থেকে ভাইরাস ছড়ায় না। তাই সতর্কতা মেনে পারিবারিক কবরস্থানেও দাফন করা যাবে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে সর্বমোট ১১ হাজার ৫৯০ জন সুস্থ হয়েছেন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য মতে, বুধবার দুপুর পৌনে ৩টা পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৫ হাজার ৯০২ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৮০ হাজার ৫৮০ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭ লাখ ৪২ হাজার ৩০৬ জন।