দৌলতপুরে সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা

0
100
ভ্রিাম্যমান আদালতের অভিযান

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সরকার অনুমোদিত ডিলার বা সাব-ডিলার না হয়েও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বেশী দামে সার বিক্রয়ের অপরাধে সাহাবাস আলী (৪৫) নামের এক সার ব্যবসায়ীর এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর বাজারে অভিযান চালিয়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এ সময় দৌলতপুর কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দন্ডিত সার ব্যবসায়ী সাহাবাস আলী একই গ্রামের মৃত সামছের আলীর ছেলে।

আরো পড়ুন – ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল জব্বার বলেন, সারের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কৃষকরা যাতে ন্যায্যমুল্যে সার পান সে জন্য এ অভিযান অব্যাহত থাকবে।