দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট জানুয়ারিতে

0
114
ec-Droho-2-p2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ১৬ জানুয়ারি।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বুধবার দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রথম ধাপের পৌর নির্বাচন ভোট ২৮ ডিসেম্বর। এ ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১২, সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌরসভা সাধারণ নির্বাচন, ২০২০ যথাযথভাবে পরিচালনা কমিটির সমন্বয়ক ও ইসির উপসচিব মিজানুর রহমান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর এসব পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। বৃহস্পতিবার (৩ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই। ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।