নারায়নগঞ্জ মসজিদ ট্রাজেডিঃ চলছে লিকেজের সন্ধান

0
156
Narayongonj-Dro-p-7-9-p-23
নারায়নগঞ্জ মসজিদে বিস্ফোরণের পরে বিধ্বস্ত আসবাবপত্রের ছবি-সংগৃহিত ছবি

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। তারই ধারাবাহিকতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাসের লিকেজ অনুসন্ধানে মাটি খননের কাজ শুরু করেছে।

সোমবার সকাল থেকে তিতাস গ্যাসের শ্রমিকেরা মাটি খোঁড়ার কাজ শুরু করেছেন।

সরেজমিনে দেখা যায়, প্রায় অর্ধশত শ্রমিক মসজিদের পূর্ব দিকের কোণে, পূর্ব দিকের সামনের সড়ক এবং উত্তর দিকের দুটি স্থানে কংক্রিটের রাস্তা কেটে গ্যাসের পাইপলাইনের অবস্থান বের করার চেষ্টা চলছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক মফিজুল ইসলাম বলেন, মাটি খনন কাজ শুরু হয়েছে। অর্ধশতাধিক শ্রমিক কাজ করছেন। তিতাসের মূল পাইপলাইনগুলো বের করার চেষ্টা চলছে। মূল পাইপলাইন বের করা হলে সেখান থেকে কোনো শাখা লাইন গেছে কিনা, সেটি জানা যাবে। মসজিদের নিচে পুরোনো কোনো পাইপলাইন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও দেখুন-খোকসায় দ্রোহে’র ফোক ফেস্টিভ্যাল

রবিবার সকালে তিতাসের শ্রমিকেরা ঘটনাস্থলে মাটি খোঁড়ার জন্য গেলেও তাদের সেখান থেকে ফিরিয়ে নেওয়া হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনার পর থেকে পশ্চিম তল্লা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

শুক্রবার এশার নামাজের সময় উক্ত মসজিদে বিকট বিস্ফোরণ ঘটে। সে সময় মসজিদে থাকা অর্ধশতাধিক মানুষের সবাই কমবেশি দগ্ধ হন। তাদের মধ্যে মসজিদের ইমাম আব্দুল মালেকসহ ২৬ জন ইতোমধ্যে মারা গেছেন, আশঙ্কাজনক অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও ১১ জন।