না ফেরার দেশে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

0
150
health-minister-nasim

দ্রোহ অনলাইন ডেস্ক

আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মোহাম্মদ নাসিমের একান্ত সহকারী সচিব মীর মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক আল ইমরান চৌধুরী বেলা ১১টা ১০ মিনিটে মোহাম্মদ নাসিমকে মৃত ঘোষণা করেন।

তীব্র শ্বাসকষ্ট জনিত কারনে ১ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হোন এই বর্ষীয়ান নেতা। তার শরীরে করোনা ভাইরাস উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি করোনা পজিটিভ। তবে দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ আসে ।

৫ জুন ভোরে তার ব্রেন স্ট্রোক হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হয় কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়ুয়াকে প্রধান করে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। সে সময় ভেন্টিলেশন মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছিলেন।

আরও পড়ুন: 

এ বাজেট মানুষকে রক্ষা করার, গতানুগতিক নয় – অর্থমন্ত্রী