নেত্রকোণায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

0
160
DROHO 18-10-2020-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হল আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে আমির হামজা (৬), একই গ্রামের হবি মিয়ার ছেলে সানি (৫) ও মদন উপজেলার ফতেপুর ছত্রকোণা গ্রামের শামমি কবীর খানের মেয়ে তোয়া আক্তার (৬)।

আটপাড়া থানার ওসি আলী হোসেন জানান, আটপাড়া উপজেলার দুই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। পরে তাদের খুঁজতে গেলে পুকুরের পাওয়া যায়। তাদের আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার ওসি আহমেদ কবীর হোসেন জানান, বেলা সোয়া ১২টার দিকে বাড়ির সামনে খেলাধুলা করছিল তোয়া। পরে পুকুরে তাকে ভাসতে দেখে বাড়ির লোকজন। তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।