পরীমণি মা হচ্ছেন

0
403
পরীমণি মা হচ্ছেন

দ্রোহ বিনোদন ডেস্ক

আলোচিত ঢাকাই নায়িকা পরীমণি মা হতে যাচ্ছেন।

সোমবার বিকালে তিনি নিজেই এ খবর নিশ্চিত করে জানান, অনাগত সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।

পরীমণি বলেন, কয়েকদিন ধরেই বুঝতে পারছিলাম। দুপুরে ডাক্তারের কাছে গেলে সুখবরটি পাই। এরপরই সবাইকে জানাই। এমন খবরে আমি আর রাজ দু’জনেই অন্য এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি। খবরটি পাওয়ার পর দু’জনের চোখে জল চলে এসেছিল। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

সোমবার দুপুরে দু’জনের একটি ছবি শেয়ার করেন শরিফুল রাজ। শেয়ার করে তিনি নিজের আইডিতে লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!

সোমবার দুপুরে এ ছবিটি শেয়ার করেন শরিফুল রাজ। ক্যাপশনে তিনি লিখেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী!

পরীমণী জানান, গিয়াসউদ্দীন সেলিমের ‘গুণীন’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তারা একে অপরের প্রেমে পড়েন। এরমধ্যে তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর দেন পরী। সেই ঘটনা নিশ্চিত করেন পরিচালক গিয়াসউদ্দীন সেলিম।

জানা গেছে, আগামী দেড় বছর কাজ করবেন না পরীমণি।

শরিফুল রাজ বলেন, ১৭ অক্টোবর পরীকে আমি বিয়ে করি। পরী আমার সন্তানের মা হচ্ছে। সে মা হওয়ার পর বড় করে বিয়ের আয়োজন করব।