পাংশায় করোনা প্রতিষেধক তৈরীর দাবি করে সংবাদ সম্মেলন

0
324
সংবাদ সন্মেলনে আব্দুল হালিম

মাসুদ রেজা শিশির

মহামারী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরীর দাবী করে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ীর পাংশার এক যুবক।

করোনা প্রতিষেধক তৈরীর দাবী করা যুবকের নাম আব্দুল হালিম ওরফে মজনু মন্ডল (২৮)। তিনি পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের হাসান আলী মন্ডলের ছেলে। সে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে পারিবারিক দৈন্যতার কারণে লেখাপড়া বন্ধ করে দেয় এবং ক্ষুদ্র ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে।

বুধবার দুপুরে পাংশা উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে যুবক দাবী করেন, আমার এই আবিষ্কার বাংলাদেশ সরকারের মাধ্যমে জাতিসংঘের আওতাধীন সকল রাষ্ট্র প্রধানদের উপহার দিতে চাই।

আরও দেখুন–খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, তার আবিষ্কৃত ওষুধে ভাইরাসের লিপিড আবরণ এনভেলপড ধ্বংস করে এবং ভাইরাসের দেহের মূল শক্তি নিউক্লিক এসিডের মূল শক্তি শর্করা এবং সুগার ধ্বংস করে। আমি যা আবিষ্কার করেছি তা পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে দাবি করেন। আমার আবিষ্কৃত ঔষধ ৩টি ভাইরাসের উপর কাজ করবে- করোনা ভাইরাস, এইচআইভি এইডস এবং ইনফ্লুয়েঞ্জা ঐ১ ভাইরাস।

রাজবাড়ির সিভিল সার্জন ডাঃ নূরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে তিনি খবরটি শুনেছেন। মহামারী করোনা রোগের ভ্যাকসিন আবিস্কার খুবই দুঃরহ। এ ব্যাপারে এর বেশী তিনি আর কিছু মন্তব্য করতে রাজি হননি। তবে এ বিষয়ে খোজ খবর নেবেন বলে জানান।