পাংশায় চাষীদের মাধ্যে মাছ চাষের উপকরণ বিতরণ

0
104
FISH-PAN-DRO-19-P-11-compressed
পাংশায় মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ। ছবি- দ্রোহ।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় মৎস্য চাষীদের মধ্যে মাছ চাষের উপকরণ ও মাছের পেনা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে রোগ প্রতিরোধ বৃদ্ধির নিমিত্তে মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল প্রোগ্রাম ফেজ -২ প্রকল্পের আওতায় ৪৬৮৫ কেজি মাছের খাবার এবং ১০২০ কেজি কার্প মাছের পোনা ও ১৮৯০০ পিস মনোসেক্স তেলাপিয়া পোনা বিতরণ করা হয়।

এ ছাড়া ১৭ জন সিআইজি চাষীদের কার্প মিশ্র চাষ প্রদর্শনীর জন্য ১০ বস্তা করে মোট ১৭০ বস্তা মাছের খাবার ও ৬০ কেজি করে মোট ১০২০ কেজি রুই জাতীয় মাছের পোনা, এছাড়া ৩ জন চাষীকে ৬৩০০ পিস করে মনোসেক্স তেলাপিয়া ও ১৪৫ কেজি করে মোট ৪৩৫ কেজি তেলাপিয়া স্টার্টার পাওডার খাবার, ১ টি করে সাইনবোর্ড প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মোস্তারিনা আফরোজ, উপজেলা কৃষি অফিসার মোছাঃ জেসমিন আখতার, উপজেলা নির্বাচন অফিসার মোহাঃ আব্দুল আলীম, সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহীন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।