পাবনায় শতাধিক সাপ পিটিয়ে মারল গ্রামবাসী

0
116
Pabna-Dro-26-p-112
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পাবনার ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া গ্রামের আব্দুল মান্নানের বাড়ি থেকে দু’টি বড় গোখরা সাপ, শতাধিক বাচ্চাসহ ডিম উদ্ধার করা হয়েছে। এ খবরে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। গ্রামবাসীরা আব্দুল মান্নানের বাড়ি থেকে উদ্ধার হওয়া সাপগুলো পিটিয়ে মেরে ফেলেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আব্দুল মান্নান শুক্রবার দুপুরে তার শোবার ঘরের মেঝেতে একটি গর্ত দেখতে পান। কিছুক্ষণ পর তিনি ওই গর্তের আশপাশে কয়েকটি গোখরা সাপের বাচ্চা চলাফেরা করতে দেখেন। এরপর গৃহকর্তা আতংকে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাড়ির সদস্য ও এলাকাবাসাীদের ঘটনাটি জানালে। প্রতিবেশীরা লাঠিসোটা, কোদায় নিয়ে ঘরের মেঝে খনন করে গর্তে থেকে শতাধিক সাপের বাচ্চা, দুটি বড় গোখরা সাপ এবং অর্ধশতাধিক ডিম উদ্ধার করে। পরে সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন তারা। ডিমগুলো নষ্ট করে দেন।

এমন ঘটনায় সাপ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করে গৃহকর্তা মান্নানের বাড়ি।

আরও দেখুন

রাঙ্গালিয়া গ্রামের ইউপি সদস্য শরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সৌভাগ্যক্রমে আব্দুল মান্নানের পরিবারের সদস্যরা বেঁচে গেছেন, সাপ কাউকে দংশন করেনি। গোখরা সাপের বাচ্চাগুলো বড় হলে ্ওই বাড়ির মানুষসহ এলাকার মানুষের জন্য ভয়ানক বিপদজনক হতো।