পাহাড়ে অস্ত্রের কারখানা, গোলাবারুদসহ আটক ২

0
105
অস্ত্র তৈরীর কারখানা থেকে উদ্ধার করা অস্ত্র

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম-বান্দরবনের দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে ওঠা অস্ত্র তৈরীর কারখানা থেকে বিপুল পরিমানের সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করেন। পাহাড়ের ওই অস্ত্রকারখানা থেকে রাঙ্গুনিয়া উপজেলার জয়নালের ছেলে আব্দুল (৩২) ও মৃত আবুল কাশেমের ছেলে রোকন (৩৮) কে আটক করেছে।

উদ্ধার করা সরঞ্জাম

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুর রহমান মামুন জানান, একদল অস্ত্র ব্যবসায়ী চট্টগ্রাম-বান্দরবান ও পটিয়া- রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী দুর্গম বাইল্যার বাপের ডেবা নামক পাহাড়ের উপর এ কারখানা গড়ে তুলেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব আভিযানিক দল পাঠায়। পলিথিন ও বাঁশ দিয়ে বানানো দোচালা ঘরের নিচে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ১০ রাউন্ড খালি খোসা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়।