প্রধানমন্ত্রীর উপহার পাবেন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক

0
86
PM-dro-18-p-14-compressed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার পাবেন দেশের প্রায় সাত হাজার কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক। ইতোমধ্যে বরাদ্ধকৃত অনুদানের নয় কোটি টাকা জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্য্যালয় থেকে জানানো হয়, ঢাকা বিভাগের দুই হাজার ২০২ টি মাদ্রাসার জন্য দুই কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগের এক হাজার ২১১ টি মাদ্রাসার জন্য এক কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা, রাজশাহী বিভাগের ৬৬২টি মাদ্রাসার জন্য ৭৪ লাখ ৪৫ হাজার টাকা, সিলেট বিভাগের ৪৮৬টি মাদ্রাসার জন্য ৪৮ লাখ ৬০ হাজার টাকা, খুলনা বিভাগের ৪৩১টি মাদ্রাসার জন্য ৫৫ লাখ ৮০ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগের ৯৩৭টি মাদ্রাসার জন্য এক কোটি ৩১ লাখ ৫ হাজার টাকা, রংপুর বিভাগের ৮৩৯টি মাদ্রাসার জন্য ৯৪ লাখ ২৫ হাজার টাকা, এবং বরিশাল বিভাগের ২০২টি মাদ্রাসার জন্য ২৬ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্রটি জানায়, চলতি মাসের ১৭ তারিখে ৬৪টি জেলার স্ব-স্ব জেলা প্রশাসকদের কাছে বরাদ্দকৃত টাকা পাঠানো হয়েছে।