প্রাথমিকের শিক্ষকরা ফেরত যাবেন স্কুলে

0
105
Dpe-Droho-3-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

বিভিন্ন দফতর ও সংস্থায় সংযুক্তি নিয়ে কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগের কর্মস্থলে স্থানান্তর করা জন্য তৎপরতা শুরু হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে তালিকা তৈরির পর তাদের বিদ্যালয়ে ফেরত পাঠাতে সংযুক্তি বাতিলের নির্দেশনা জারি করা হবে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিপিই’র একাধিক কর্মকর্তা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানে সংযুক্তি বদলি হয়েছেন। তার মধ্যে খোদ ডিপিইতে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, উপপরিচালকের কার্যালয়, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন সংযুক্তি নিয়ে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক এ এম মুনসুর আলম বলেন, শিক্ষকদের বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা দফতরে রাখা হবে না। তাদের কাজ শিক্ষার্থীদের পাঠদান দেয়া। সেটি না করে নানা মাধ্যমে অধিদফতরের দফতর ও সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি হয়েছেন অনেক শিক্ষক। আমরা সেসব বদলি বাতিল করার চিন্তা-ভাবনা করছি।

তিনি আরও বলেন, আমরা একটি সফটওয়্যার তৈরি করছি। সেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। শিক্ষকরা কে কোথায় বদলি হয়েছেন তা থেকে সহজেই শনাক্ত করা যাবে। সেসব বদলি বাতিল করে তাদের আগের কর্মস্থলে পাঠানো হবে।