ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

0
112
সংগৃহিত ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার তালমা ইউনিয়নে স্থানীয় রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০জন আহত এবং ৩০ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফিরোজ খানের সাথে স্থানীয় আওয়ামী লীগের ইউপি কমিটির সদস্য আব্দুস সামাদ মাতুব্বরের লোকদের মধ্যে এই সংঘর্ষ হয়।

তালমা ইউপি আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ মাতুব্বর বলেন, শুক্রবার বিকালে আমাদের এলাকায় ফিরোজ খা মিটিং করে। মিটিং শেষ হওয়ার পরে আমাদের কয়েকজন সমর্থকদের বাড়িতে তারা হামলা চালায়।

শনিবার সকালে ফিরোজের কর্মী-সমর্থকেরা একজোট হয়ে পাশাপাশি তিনটি গ্রামে হামলা ও লুটপাট চালায়।

হামলা ঠেকাতে গিয়ে বাশার মুন্সি, আলী মাতুব্বর, রাশেদ মাতুব্বর, সামাদ মাতুব্বরসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, পূর্ব শক্রতার জের ধরে ফিরোজ খানের লোকজন আব্দুস সামাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা করে। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি ঘরবাড়ি ভাংচুর করা হয়। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।