ফরিদপুরে আওয়ামী লীগ ও বিএনপি হামলা পাল্টা হামলা-আহত ২৫

0
130
প্রতিকী ছবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি বসতভিটা ভাংচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়দের ভাষ্য মতে, ভাওয়াল গ্রামে বেশ কয়েকদিন ধরে গ্রাম্য দল পক্ষ-বিপক্ষ নিয়ে চরম উত্তেজনা চলছিল। এরই জের ধরে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বারের সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বারের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা ঘটনা ঘটে।

এ সময় উভয়পক্ষের সমর্থকেরা দেশিয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা এ সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ২৫ জন।

আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব মাতুব্বার বলেন, আমার সমর্থক আজিজুরের বাড়িতে বিএনপির ইসরাইল, কালাম, বালাম ইয়াছিনসহ বেশ কিছু লোকজন হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে সংঘর্ষের সৃষ্টি হয়।

অপরদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি মুকা মাতুব্বর বলেন, আমি এই সংঘর্ষের বিষয়ে কিছুই জানি না।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।