ফেসবুক মেশিন লার্নিং ট্রান্সলেটর উন্মুক্ত

0
111
DROHO-FACE-22- P-7

দ্রোহ ডেস্ক

জনপ্রিয় ও বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেশিন লার্নিং ট্রান্সলেটর উন্মুক্ত করেছে।

এ মেশিন লার্নিং ট্রান্সলেটরের মাধ্যমে বিশ্বের ১০০টি ভাষা অনুবাদ করা যাবে।

ফেসবুকের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলা ফ্যান বলেন, কয়েক বছর ধরে ফেসবুকের মেশিন লার্নিং নিয়ে কাজের পর এ মাইলফলক অর্জিত হয়েছে।

নতুন মডেলটি অন্যান্য সিস্টেমের চেয়ে নিখুঁতভাবে কাজ করবে। কারণ অনুবাদের জন্য এটি ইংরেজি ভাষার ওপর নির্ভর করবে না। অন্যান্য সিস্টেমে যখন চাইনিজ থেকে ফ্রেঞ্চ ভাষা অনুবাদ করা হয়, তখন ইংরেজি মধ্যবর্তী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। যেমন- প্রথমে চাইনিজ থেকে ইংরেজি অনুবাদ করে তারপর ইংরেজি থেকে আবার ফ্রেঞ্চে অনুবাদ করতে হয়।

কিন্তু ফেসবুকের মেশিন লার্নিং সিস্টেমটি সরাসরি চাইনিজ থেকে ফ্রেঞ্চ অনুবাদে সক্ষম। এছাড়াও ওপেন সোর্স আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যারটি ১৬০টি ভাষার কনটেন্ট অনুবাদ করতে সহায়তা করবে। এতে দু’শ কোটি ফেসবুক ব্যবহারকারী উপকৃত হবেন।