বনানী কবরস্থানে মায়ের পাশেই শায়িত হলেন নাসিম

0
88
Nasim-Dro-14-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

রবিবার সকাল সাড়ে ১০টার সময় তাঁর দাফন সম্পন্ন হয়।

দাফনের পূর্বে সকাল নয়টায় সোবহানবাগ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বর্ষীয়ান এই নেতার মরদেহ তাঁর ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়।

এরপর বনানী কবরস্থান মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুমের প্রতি প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দিয়ে নাসিমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর এক এক করে তাঁর সামরিক সচিব মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

বনানীতে জানাজা ও শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থানে নাসিমের মরদেহ নিয়ে যাওয়া হয় । সেখানে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে তাঁকে দাফন করা হয়। সামাজিক দূরত্ব রক্ষায় জানাজা ও দাফন কাজে পুলিশের ব্যাপক তৎপরতা ছিল।

নাসিমের জানাজায় উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।