বর্ষায় পানিবন্দী থাকে ঝিনাইদহের দুই গ্রামের মানুষ

0
281
Jhenaidah-Dro-25-7-p-3
জলমগ্ন রাস্তায় মানুষের দূর্ভোগ-দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

বর্ষাকাল আসলেই ঝিনাইদহের দুই গ্রামের মানুষ পানিবন্দী হয়ে মানবতের জীবন যাপন করতে বাধ্য হয়। জলবদ্ধতার কারনে আটকে পড়ে সহ¯্রাধিক গ্রামবাসী। এ দুইটি গ্রাম হচ্ছে সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালীডাঙ্গা ও হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া।

বর্ষা আসার সাথে সাথে গ্রাম দুইটির সমস্ত সামাজিক অনুষ্ঠানসহ বিয়ের অনুষ্ঠানও বন্ধ হয়ে যায়। স্কুলে উপস্থির হার কমে যায় একমাত্র জলবদ্ধতার কারনে। বৃদ্ধা ও রোগীদের কোলে করে উঠাতে হয় পাকা রাস্তায়।

জলমগ্ন ভাদালীডাঙ্গা গ্রামের সাবেক ইউপি মেম্বর আবুল কালাম বলেন, দুর্গাপুর মল্লিক বাড়ির মোড় থেকে বেতাই গ্রাম ভায়া ভাদালীডাঙ্গা সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তিনি আরও বলেন, কাদাপানির কারণে এ গ্রামের বিয়ের অনুষ্ঠানও বন্ধ হয়ে যায়। জলমগ্ন হয়ে থাকে পুরো এলাকার গ্রামবাসিরা।

হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা শামীম হোসেন বলেন, প্রচন্ড কাদা-পানির কারণে তাদের গ্রামের আসাদুল ইসলাম নামের এক শিশু অসুস্থ হলে তার মা তাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে যান। অন্যভুক্তভোগী বাদশা তার অসুস্থ স্ত্রীকে কোলে তুলে হাসপাতালে নিয়েছিলেন।

নাটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, বর্ষার সময় স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি ৩০ শতাংশ কমে যায়। এলাকাবাসী এই দুটি কাঁচা রাস্তা পাকা করার দাবী জানিয়ে আসছে বহু দিন ধরে। কিন্তু জনপ্রতিনিধিদের দুর্বল তত্বাবধান ও এলজিইডির গাফলতির কারণে ভাদালীডাঙ্গা ও নাটাবাড়িয়া গ্রামের মানুষ এবারের বর্ষাতেও জলমগ্ন জীবন কাটাচ্ছেন।

আরও দেখুন–অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (১)

আরও দেখুন-অনলাইন ক্লাস-স্বাধীনতা দিবসকে ঘিরে (২)

আরও দেখুন– ওদের ঘুম কেড়ে নিয়েছে গড়াই