বাংলাদেশের পাসপোর্টের মান আরও পেছাল দুই ধাপ

0
111
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন তালিকায় প্রতি বছরই নিচে নামছে বাংলাদেশ। আন্তর্জাতিক পাসপোর্টে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্টের মান। ২০২০ সালে বাংলাদেশের অবস্থান আরও নিচে নেমে গেছে। ২০১৯ সালে বাংলাদেশে পাসপোর্টের মান ছিল ৯৯তম।

এ র‌্যাংকিং প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স ।

পরিসংখ্যানের তথ্যমতে, ২০০৬ সালে বাংলাদেশের পাসপোর্টের মান ছিল ৬৮তম। তবে তা এর পরের বছর আরও দুই ধাপ নিচে নেমে যায়। এভাবেই প্রতি বছরই কমছে বাংলাদেশের পাসপোর্টের মান।

গেল বছর সারাবিশ্বে বাংলাদেশের পাসপোর্টের র‌্যাংকিং ছিল ৯৯তম। এবার তা আরও দুই ধাপে নেমে গিয়ে হয়েছে ১০১তম।

আরও দেখুনখোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

গোবার সূচকে বাংলাদেশ ইরানের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে।

গ্লোবাল র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে জাপান। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। চতুর্থ অবস্থানে যৌথভাবে রয়েছে ইতালি, ফিনল্যান্ড ও লুক্সেমবার্গ। পঞ্চম স্থানে যৌথভাবে ডেনমার্ক ও অস্ট্রিয়া। এছাড়া সুইডেন, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডস যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে।

বেলজিয়াম, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ৭ম র‌্যাংকিংয়ে অবস্থান করছে। ৮ম র‌্যাংকিংয়ে যৌথভাবে রয়েছে চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা ও নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও কানাডা যৌথভাবে ৯ম ও হাঙ্গেরি ১০ম র‌্যাংকিয়ে রয়েছে।