বাগাডাঙ্গা সীমান্তের ওপারে বিএসএফ গুলিতে বাংলাদেশী নিহত

0
134

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বাগাডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় এলাকায় বিএসএফর গুলিতে মিকাইল হোসেন (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত মিকাইল মহেশপুর উপজেলা বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।

নিহত’র মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন সীমান্ত পার হয়ে ভারতে যায়। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে ফেরার পথে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রীজ এলাকা দিয়ে তারা দেশে ফিরছিল। এসময় শিলবাড়ি বিএসএফ’র টহলদল তাদের ল্য করে গুলি ছোড়ে। সাথিরা পালিয়ে আসতে পারলেও মিকাইল নিখোঁজ ছিল। ৪ দিন পর রবিবার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যায়। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের ল্য করে গুলি করে। অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি। নিহতের পরিবার ওপারের স্বজনদের কাছ থেকে এ তথ্য জেনেছেন।

ঝিনাইদহের খালিশপুর বিজিবি’র ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, এ ব্যাপারে তার কাছে কোন খবর আসেনি।