বাগেরহাটে আন্ত: ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

0
97

প্রেস রিলিজ

সম্প্রীতির বাগেরহাট জেলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইমাম, পুরোহিত, যাজক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের নিয়ে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দি হাঙ্গার প্রজেক্ট-এর ব্রেভ প্রকল্পের উদ্যোগে শনিবার দিনব্যাপি সংলাপ অনুষ্ঠিত হয়। বাগেরহাট লেডিস কাবে অনুষ্ঠিত সংলাপে তিন উপজেলার ৬০ জন ধর্মীয় নেতারা অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার চেয়ারম্যান স্বপন কুমার দাশ, বাগেরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোজাফ্ফর হোসেন।

জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং গীর্জার যাজকদের এ সংলাপ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।