বিএনপির ৪৬ নেতাকর্মীকে নাশকতার চার মামলায় কারাদন্ড

0
78
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ৪৬ জন নেতাকর্মীর নাশকতার পৃথক চার মামলায় বিভিন্ন মেয়াদে দন্ডাদেশ দিয়েছেন আদালত।

রাজধানীর ক্যান্টনমেন্ট, কলাবাগান ও সূত্রাপুর থানার দায়ের কৃত চার মামলায় এই রায় দিয়েছে আদালত।

রবিবার ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রায় দেন। আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসামিরা গ্রেপ্তার হওয়া অথবা আদালতে আত্মসমর্পণ করার পর দন্ড কার্যকর হবে বলেও পৃথক রায়ে বলা হয়েছে।

এ নিয়ে ২০১০ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্তু দায়ের হওয়া ৭১টি মামলায় চলতি বছরের ৭ নভেম্বর থেকে অন্তুত ১ হাজার ২৭৭ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হলো। বিনা অনুমতিতে রাস্তায় জমায়েত, নাশকতা, সম্পদের তি করা, যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুর এবং পুলিশের ওপর হামলা ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।