বিশ্বে প্রাণঘাতী করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটি ছাড়ালো

0
86
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকাল অব্দি ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ৩৯২ জনে দাঁড়ালো । অপরদিকে বৈশ্বিক এ ভাইরাসে প্রাণহানি ঘটেছে ৫ লাখ ৪ হাজার ৮৫১ জনের।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে জানা গেছে, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাাজিল। এ অব্ধি ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৮ হাজার ১৯৫ জন এবং প্রাণহানি ঘটেছে ৫৮ হাজার ৩১৪ জনের।

সবচেয়ে বেশি আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। এ দেশটিতে মোট আক্রান্ত ৬ লাখ ৪০ হাজার ২৪৬ জন। করোনায় আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। মৃত্যুবরণ করেছেন ১৬ হাজার ৪৭৫ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ২৫ লাখ ৮৮ হাজার ২০ জন। মৃত্যুবরণ করেছেন ১ লাখ ২৬ হাজার ১৩১ জন।
আরও পড়ুন

করোনা কালের ক্রীড়া অঙ্গণ..দ্রোহ নিউজ Sports situation in corona…Droho News

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ অব্ধি ২১৩টিরও বেশি দেশে সংক্রমিত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।