বিস্ফোরণে কেঁপে উঠলো পল্লবী থানা, আহত ৫

0
118
পল্লবী থানা-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শহর জেগে ওঠার আগেই বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানীর মিরপুরের পল্লবী থানা।

এ বিস্ফোরণের ঘটনায় চার পুলিশ সদস্যসহ একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতরা হলেন- পরিদর্শক ইমরান, উপ পরিদর্শক (এসআই) সজিব, পিএসআই অংকুর, পিএসআই রোমিও এবং রিয়াজ। এর মধ্যে রোমিও এবং রিয়াজকে ঢামেকে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে এ বিস্ফেরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিসি ওয়ালিদুর রহমান।

তিনি বলেন, ভোরের দিকে পল্লবী এলাকা থেকে এক রাজনৈতিক নেতাকে খুন করবার জন্য ভাড়া করা তিন কিলারকে গ্রেফতার করা হয়। তাদেরকে পল্লবী থানা হেফাজতে রাখা হয়।

আটক ব্যাক্তিদের কাছ থেকে দুইটি অস্ত্র ও কিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। এগুলো থানার ইন্সপেক্টর অপারেশন্সের রুমে রাখা হয়। উদ্ধারকৃত জিনিসপত্রগুলোর মধ্যে ওজন মাপার মেশিন-সদৃৃশ্য একটি বস্তু ছিল। সকাল ৭টায় হঠাৎ সেটি বিস্ফোরিত হয়।

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

ডিসি ওয়ালিদুর রহমান আরও বলেন, এ বিস্ফোরণের ঘটনায় মোট চারজন পুলিশ ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।