ভারতে মদ না পেয়ে স্যানিটাইজার পান-মৃত্যু ১০

0
111
Indea-Dro-31-7-p-9
প্রতিকী ছবি

 দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের অন্ধ্র প্রদেশে মদ না পেয়ে স্যানিটাইজার পান করে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশের বরাত দিয়ে দ্যা হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারির মধ্যে অ্যালকোহলের সব দোকান বন্ধ হয়ে যাওয়ায় ওষুধের দোকানগুলোতে পাওয়া হ্যান্ড স্যানিটাইজার পান করে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন বৃহস্পতিবার রাতে এবং বাকিরা শুক্রবার সকালে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খালি হ্যান্ড স্যানিটাইজারের বোতল উদ্ধার করেছে।

আরও দেখুন- কেমন কাটবে এবারের ঈদ ?
আরও দেখুন-খোকসার কিশোরী তান্ত্রিকের তেলেসমাতি
এ ঘটনায় বেঁচে যাওয়া একজন জানায়, বেশ কয়েকদিন ধরে মদ পান না করতে পারায় এর বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজার সেবন করেছিল তারা সবাই।