ভারত থেকে আসছে নতুন মাদক “ডায়ালাক্স ডিসি সিরাপ”

0
125
ভারত থেকে আসছে নতুন মাদক “ডায়ালাক্স ডিসি সিরাপ”

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আসা নতুন এক ধরণের মাদকের চালান ধরছে বিজিবি। নতুন এই মাদকের নাম ডায়ালাক্স ডিসি সিরাপ। বিজিবি এর এক অভিযানে জেলার মহেশপুর সীমান্ত থেকে ১৪ বোতল নতুন এ মাদক উদ্ধার করা হয়েছে। মাদক চোরাচালানীদের কাছে এটা নতুন না হলেও দেশে একেবারেই অপরিচিত।

আরও দেখুন–অজানা রোগেই খেলো পান চাষীদের
সোমবার ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় নতুন ধরণের এই মাদকের তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার মধ্যরাতে বিজিবি সদস্যরা জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় গ্রামে অভিযান চালিয়ে একটি বাঁশ বাগানের মধ্য থেকে মালিকবিহীন ১৪ বোতল “ডায়ালাক্স ডিসি” সিরাপ নামের এই নতুন মাদক উদ্ধার করে। বিজিবি ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সাথে কথা বলে জানতে পেরেছে ডায়ালাক্স ডিসি সিরাপ একটি নতুন ধরণের ওষুধ আইটেম। এটি ফেনসিডিলের বিকল্প হিসাবে কাজ করে।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনসিডিলের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা ব্যাপক অভিযান পরিচালনা করায় মাদক পাচারকারীরা বিকল্প হিসাবে ভারত থেকে ডায়ালাক্স ডিসি সিরাপ আমদানি করছে। যা বাংলাদেশে একেবারেই অপরিচিত আইটেম।

ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভারতের ডক্টরস রেড্ডিস ল্যাবরোটরিজ লিমিটেডের তৈরী ১০০ এমএল সিরাপের ভারতীয় মুল্য ১৩৩ টাকা। এই সিরাপ পান করলে হালকা মাথা ধরা, নিদ্রা লাগা, দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া বা স্পষ্টভাবে চিন্তাভাবনার পরিবর্তন অনুভব হবে। এই সিরাপ পান করে যানবাহন চালানো এবং অন্যান্য কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এলার্জি চিকিৎসায় “ডায়ালাক্স ডিসি” সিরাপ কার্যকর বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে ঝিনাইদহ র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবাসহ আরিফ ও রিপন নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে। একই দিন কুষ্টিয়ার দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০৫ পিস ইয়াবাসহ শাহাজামাল ফনি নামে এক মাদক কারবারীকেও আটক করা হয়।