ভেড়ামারায় আগ্নেয় অস্ত্রসহ কিশোর ও যুবলীগ নেতা আটক

0
143
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ কিশোর ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার সকালে ভেড়ামারা সিএনজিস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁদগ্রাম মধ্যপাড়ার ইদ্রিস আলীর ১৬ বছর বয়সী ছেলে ও একই ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদ হাসান সুমন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় ভেড়ামারা শাপলা চত্বর সংলগ্ন সিএনজিস্ট্যান্ডে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় ইদ্রিস আলীর কিশোর ছেলে পিস্তলসহ সেখানে অবস্থান নেয়। এসময় তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে।

পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ওই কিশোরকে আটক করে। এসময় ঘটনাস্থলের পাশেই সাহিদ হাসান সুমনকে তার দোকান থেকে আটক করা হয়। তার দোকানে তল্লাশি চালিয়ে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা করা হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ ওই কিশোরকে আটক করা হয়। এছাড়া সুমনের দোকান থেকে একটি রামদা, চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়।