ভেড়ামারায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ তিনজন গুলিবিদ্ধ

0
114
ভেড়ামারায় আহত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তার সহযোগি

আওয়ামী লীগ ও জাসদেরর কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক গুলিবিদ্ধ। এ ছাড়া তার সহযোগী দুইজন আহত হয়েছেন। হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগ একটি সড়ক অবরোধ করে সমাবেশ করেছে ।

বুধবার রাত ১১ টার দিকে ভেড়ামারা উপজেলা সদরের গোডাউন মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া-দৌলতপুর সড়ক অবরোধ করে সমাবেশ করেছে। এ সমাবেশে যোগ দিয়ে উপরজেলা আওযামী লীগের সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম পুলিশের উদ্যেশ্যে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বেলা ডোবার আগে যদি অস্ত্রধারীর কাছ থেকে অস্ত্রবের করা না হয়, তাহলে সূর্য ডোবার পরে পরিণতি খুবই ভয়ংকর ও ভয়াবহ হবে।’

প্রত্যদর্শীরা জানান, ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক (৩৫) দলীয় মিটিং শেষ করে কয়েক জনকে সাথে নিয়ে বাড়ি ফির ছিলেন। গোডাউন মোড় এলাকায় পৌছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাদেরকে ল্য করে এলোপাতাড়ি গুলি চালায় ও হামলা করে। হামলায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের পায়ে গুলি লাগে ও মাথায় মারাত্মক যখম হন। হামলায় বেলাল হোসেন (৩৬) ও শ্যামল সরদার (৩০) নামে আরও দুই কর্মী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সে উপজেলার খাদ্য গুদাম এলাকার দুলাল চন্দ্র প্রামানিকের ছেলে।

এ হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জাসদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে ঘটনার রাতেই জাসদ যুবজোট নেতা মুস্তাফিজুর রহমান শোভনকে পুলিশ আটক করেছে বলে সংশ্লিষ্ট সূত্র গুলো জানায়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয় কুমার প্রামানিক পরিবারের দাবি, মন্দির পরিচালনা সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে শোভনের নেতৃত্বে হামলা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বেলাল হোসেন জানান, বুধবার রাত ১১ টার দিকে মিটিং শেষ করে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জয়কে সাথে নিয়ে তারা বাড়ি ফেরার পথে গোডাউন মোড়ে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের নেতৃত্বে ৪০-৫০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয়ের মাথায় একাধিক কোপ ও পায়ে ছররা গুলির চিহ্ন আছে। ওই নেতা ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।