মঙ্গলে লবণাক্ত হ্রদে প্রাণ

0
173
মঙ্গলগ্রহের সংগৃহিত ছবি

দ্রোহ আই টি ডেস্ক

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর বাইরের নানা রহস্য উন্মোচিত হচ্ছে। লাল গ্রহখ্যাত মঙ্গলও ছুঁয়েছে একাধিক মহাকাশযান। এই গ্রহে প্রাণ আছে কিনা এটি এক বড় প্রশ্ন। এ নিয়ে গবেষকরা বিভিন্ন সময় হাজির করছেন নানা তথ্য।

মঙ্গল গ্রহের বরফ আচ্ছাদিত ভূপৃষ্ঠের নিচে লবণাক্ত হ্রদ রয়েছে এবং এই জলাশয়ে ক্ষুদ্র্র প্রাণ থাকতে পারে বলে ইতালির বিজ্ঞানীরা সম্প্রতি দাবি করেছেন। তারা বলেছেন, গ্রহটির দক্ষিণ মেরুর নিচে বিশাল জলরাশিতে সাঁতার কাটতে পারে এমন প্রাণ থাকার সম্ভাবনা আছে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সির রাডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দুই বছর আগে ইতালির বিজ্ঞানীরা দাবি করেছিলেন মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে জলরাশি থাকতে পারে। এ গবেষণার একপর্যায়ে তারা ভূগর্ভস্থ লবণাক্ত হ্রদের ব্যাপারে অধিকতর প্রমাণ পেয়েছেন বলে ন্যাচার অ্যাস্ট্রোনমি জার্নালে সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছেন।

এতে বলা হয়েছে, ওই হ্রদটি ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এবং মঙ্গলের বরফাচ্ছন্ন ভূপৃষ্ঠ থেকে অন্তত দেড় কিলোমিটার নিচে অবস্থিত। নতুন গবেষণায় ওই হ্রদটিকে ঘিরে থাকা আরও তিনটি জলাশয় শনাক্ত হয়েছে।

বিজ্ঞানীদের দাবি, চারশ’ কোটি বছর আগে মঙ্গল উষ্ণ এবং স্যাঁতসেঁতে ছিল। ধীরে ধীরে এটি শুকনো হয়ে গেছে। এর ভূ-পৃষ্ঠের নিচে থাকা জলাশয়ের প্রমাণ খুঁজতে অ্যান্টার্কটিকা বা কানাডার আর্কটিকের নিচে হ্রদের সন্ধানে ব্যবহৃত সূত্র প্রয়োগ করেছেন ইতালির রোমাত্রে ইউনিভার্সিটির গবেষক সেবাস্তিয়ান ইমানুয়েল লরা।