মহেশপুরে পাচারকারীসহ পাঁচ লক্ষাধীক টাকার রুপার গহনা জব্দ

0
97

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাঁদ রতনপুর গ্রাম থেকে প্রায় সাড়ে ৪ কেজি রুপার গহনা উদ্ধার করেছে ৫৮বিজিবি। আটক পাচারকারী চাঁদ রতনপুর গ্রামের কুন্ডুল মালিতার ছেলে কামাল মালিতা। শনিবার দুপুরে বিজিবির সদস্যরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালায়।

মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি দল ছদ্মবেশ ধারণ করে চাঁদ রতনপুর গ্রামের একটি কবরস্থানে ওৎ পেতে বসে থাকে। সোর্সের দেয়া বর্ননামতে একটি লোক প্লাস্টিকের ব্যাগ নিয়ে ওই পথ দিয়ে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় লোকটি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। আটকের পর লোকটি জানায় তার নাম কামাল মালিতা। সে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে এই রুপার গহনা যশোর শহরে শান্ত নামে আরেক ব্যক্তির কাছে পৌছে দিতে নিয়ে যাচ্ছিল। আটককৃত আসামি কামাল মালিতাকে শনিবার সন্ধ্যায় মহেশপুর থানায় সোপর্দ করে জব্দকৃত মালামাল ঝিনইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। জব্দকরা রুপার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা।