মাছ বাঁচানোর ফাঁদে জীবন দিলো কিশোর

0
114
Satkhira-dro-26-p1-compressed
সাতক্ষীরা জেলার ম্যাপ আংশিক ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় মাছের ঘেরের চুরি ঠেকাতে ফেলে রাখা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মোড়ল ফিস নামের একটি মাছের প্রজেক্টে রমজান আলী (১৬) নামের এক কিশোরের পায়ে বিদ্যুতের তার জড়িয়ে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত রমজান আলী পার্শ্ববর্তী ধুমঘাট গ্রামের দিনমজুর শুকর আলীর ছেলে। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনার পর থেকেই প্রজেক্টের মালিক ও কর্মচারীরা আত্মগোপনে চলে গেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাবুল হোসেন ও আব্দুস সোবহান জানান, শুক্রবার সকালে ওই প্রজেক্টে কর্মচারীরা মাছ ধরছিল। মাছ কেনার জন্য এক বন্ধুর সঙ্গে রমজান সেখানে যায়। এ সময় বৈদ্যুতিক তারের ফেটে যাওয়া অংশে তার পা জড়িয়ে যায়। রমজান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে জানিয়ে তার বন্ধু ঘের কর্মচারীদের সাহায্য চাইলেও কেউ এগিয়ে না আসেনি। এক পর্যায়ে পায়ে তার জড়ানো অবস্থায় ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বিরেন মন্ডল জানান, মোড়ল ফিস নামের প্রজেক্টের বিদ্যুতের তারে জড়িয়ে সম্প্রতি স্থানীয় আবুল হোসেনের একটি গরু মারা যায়। এর কয়েক দিন আগে স্থানীয় সুবোল মন্ডলের স্ত্রী সুনীতি মন্ডল ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার একটি আঙুল কেটে ফেলতে হয়। এক বছর আগে ওই প্রজেক্টের একটি পুকুরের পাশে আরও এক ব্যক্তির লাশ পায় এলাকাবাসী।

এ ঘটনার পর আত্মগোপনে চলে যাওয়া প্রজেক্ট মালিক সামিউল ইসলাম ও ম্যানেজার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের শ্যামনগর অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার মধুসুদন রায় জানান, আপাতত প্রজেক্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মিটার থেকে এতটা দূরে বিপজ্জনকভাবে ক্যাবল টেনে নেওয়ার ঘটনা তদন্ত করে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগের কেউ জড়িত কি-না তা খতিয়ে দেখা হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।