মাদ্রাাসাছাত্র হত্যা মামলায় কিশোরের ১০ বছরের সাজা

0
116
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বরগুনায় মাদ্রাসা ছাত্রকে নৃশংস ভাবে গলা কেটে হত্যা মামলায় একই মাদ্রাসার ছাত্র ফেরদৌসকে াভিযুক্ত করা হয়। তবে আদালত এই মামালায় অভিযুক্ত ফেরদৌসকে ১০ বছরের সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে অধিক ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিজুর রহমান রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে আদাবাড়িয়া গ্রামে মদিনাতুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোবারককে গলা কেটে হত্যা করা হয়।

আসামি ফেরদৌস একই উপজেলার পালের বালিয়াতলী গ্রামের হোসেন তালুকদারের ছেলে।

জানা যায়, একই মাদ্রাসায় নিহত মোবারক ও সাজাপ্রাপ্ত ফেরদৌস অধ্যয়ন করত। একটি মোবাইল ফোন চুরির ঘটনায় ২০১০ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ওই মাদ্রাসার ছাত্রাবাসে অবস্থানরত ১১ বছরের মোবারককে গলা কেটে হত্যা করা হয়। মোবারকের বাবা পালের বালিয়াতলী গ্রামের সাদেক মোল্লা বাদী হয়ে বরগুনা থানায় অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন।

পুলিশ সন্দেহ করে ফেরদৌসকে আটক করে। পরে ফেরদৌস ম্যাজিস্ট্রেটের আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, এটি একটি নৃশংস হত্যাকা-। আসামির বয়স ১৬ বছর। শিশু আইনে নাবালককে ১০ বছরের বেশি সাজা দেয়ার বিধান নেই; যে কারণে ফাঁসি দেয়া যায়নি।