মাধ্যমিকে অ্যাসাইনমেন্ট পুরণের মাধ্যম মূল্যায়ন,বার্ষিক পরীক্ষা হচ্ছে না

0
146
DROHO- edc-21-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর ফলে এ বছরের মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। তবে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ।

অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিকের জন্য ৩০ কর্ম দিবসের একটি পাঠ্যসূচি করা হয়েছে। সংক্ষিপ্ত এই পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট পুরণ করতে হবে শিক্ষার্থীদের। মাধ্যমিকের শিক্ষার্থীদের সরাসরি বার্ষিক পরীক্ষা হবে না। তাদের মূল্যায়ন করা হবে এই নতুন পদ্ধতিতে। শিক্ষকদের দেওয়া প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে। এতে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য প্রভাব ফেলবে না। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই পাঠ্যসূচি দেওয়া হবে। প্রতিষ্ঠানের প্রধানদের কাছে তা পৌঁছে দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

ইতোমধ্যে সরকার করোনা পরিস্থিতির কারণে গত শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। জেএসসি ও এসএসসি পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে বলে ঘোষনা দিয়েছে সরকার।

তার আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করে।