মাস্ক না পড়লে জেল জরিমানা

0
105
coronavirus-best-face-masks- droho

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি আদেশে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে রবিবার অফিস খুলেছে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও সোমবার থেকে চালু হতে যাচ্ছে ।

সরকার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কঠোরতম নির্দেশনা এসেছে। প্রজ্ঞাপণে বলা হয়েছে- মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ব্যবহার। কোন ব্যক্তি মাস্ক না পরে বাইরে বের হলে তাকে ৬ মাসের জেল বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানার স্বাক্ষরিত প্রজ্ঞাপণে আরও বলা হয়েছে, এ আদেশ অমান্য করার কারণে একই বক্তি আরো তিন মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানার দন্ড হতে পারে।

অন্যান্য যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে তা অমান্য করলেও উপরোক্ত দুই শাস্তির আওতায় পড়তে হবে দেশের নাগরিকদের।

অফিস, গণপরিবহন সচল হলেও রাত ৮টা থেকে ভোর ৬টা অব্দি জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে প্রজ্ঞাপণে জানানো হয়।