মা ভাইদের পথেই মৃত্যু হলো ইদ্রিস আলী

0
81

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার একটি সেচ খাল থেকে ইদ্রিস আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভগবাননগর গ্রামের একটি সেচ খালের পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী ওই গ্রামের সানারুদ্দীন মন্ডলের ছেলে। নিহতের মা ও তিন ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মৃগী রোগে আক্রান্ত হয়ে একই ভাবে মৃত্যুবরণ করেন। তার আরেক ভাই আব্দুর রশিদও মৃগী রোগে আক্রান্ত।

স্থানীয় ফুলহরি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বর আমিরুল ইসলাম জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন নি। যাবার সময় তিনি সবার কাছে “আর বাঁচবো না” বলে দোয়া চেয়ে যায়। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে কৃষকরা পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সাবেক এই মেম্বর আমিরুল ইসলাম আরো জানান, এই পরিবারের ৪ সদস্য এর আগে মৃগী রোগে মারা গেছেন। প্রথমে ভাই শহিদুল, আব্দুস সাত্তার ও সিদ্দিক হোসেন মারা যান। পরে তাদের মা একই ভাবে মৃত্যুবরণ করেন। এখনো আব্দুর রশিদসহ দুই ভাই মৃগী রোগ নিয়ে বেঁচে আছেন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে তিনি জানান।

নিহত’র ছেলে জীবন মন্ডল তার পিতার মৃত্যু নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে।