কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে মা সহ ১৪ টি গোখরা সাপের বাচ্চা পিটিয়ে মেরেছে গ্রামবাসী ।
বৃহস্পতিবার (২৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার একটি খড়ের গাদার ভেতর থেকে ১৩ টি গোখরা সাপের বাচ্চা, ২৩ টি ডিমের খোলস ও একটি বড় গোখরা সাপ উদ্ধার করে। পরে গও্রামবাসী সে গুলোকে পিটিয়ে মারে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মানিক চাঁদ জানান, সকালে বাড়ির বাইরে খড়ের গাদার পাশে দুটি সাপের বাচ্চা দেখতে পান। পরে এলাকার কয়েকজন মিলে খড়ের গাদা সরিয়ে একে একে ১৪ টি গোখরা সাপ উদ্ধার করে মেরেফেলা হয়।
এসময় তার কাছে বন বিভাগকে জানালেন না কেন জানতে চাইলে তিনি বলেন, সাপ গুলো বিষধর ছিলো তাই আর বন বিভাগে জানানোর ্রপয়োজন মনে করিনি।
এবিষয়ে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।