মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু

0
121

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মালেয়েশিয়া প্রবাসী ছিলেন। ছুটিতে বাড়ি ফিরেছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শুড়শুড়ি বাজারের নিজ বাড়িতে এ দূর্ঘটনায় মনিরুল ইসলাম (৩৫) নিহত নিহত হন। তিনি ছাতিয়ান ইউনিয়নের নফরকান্দী এলাকার শওকত আলীর ছেলে।

আরো পড়ুন – খোকসায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে চলছে ইউনিয়ন পরিষদ

ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ২০ দিনে পূর্বে মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন মনিরুল ইসলাম। এসে শুড়শুড়ি বাজারের নিজ বাড়ী নির্মান করছিলেন। শুক্রবার সকালে নির্মানাধীন ওই বাড়ীতে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।