মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
124
coronavirus-Dro-13-p-12-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে করোনায় আক্রান্ত হয়ে ইউসুফ আলী (৬০) নামের এক সবজী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার বামনপাড়ায় নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ অবধি জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৭ জনের।

আরও দেখুন-অজানা রোগেই খেলো পান চাষীদের

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস বলেন, ১৬ জুলাই ইউসুফ আলীর নমুনা সংগ্রহ করা হয়। ১৭ জুলাই কুষ্টিয়া পিসিআর ল্যাবের ফলাফলে জানা যায় তিনি করোনায় সংক্রমিত। করোনা আক্রান্তের পর থেকে তিনি তার নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি করোনায় আক্রান্তের পাশাপাশি (সিএলবি) লিভার রোগেও আক্রান্ত ছিলেন।

আরও দেখুন–খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু

মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন বলেন, মেহেরপুর জেলায় এ অবধি ২ হাজার ২২২২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন মোট সাতজন এবং সুস্থ হয়েছেন ৭৬ জন।