মেহেরপুরে মানব পাঁচারকারী দলের এক সদস্য আটক

0
111
abdus-dro-15-p-3-compressed
সংগৃহিত ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনীতে আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের এক সদস্য কে গ্রেফতার করেছে মেহেরপুর সিআইডি পুলিশের একটি দল। গ্রেফতারকৃত আসামী আব্দুস সামাদ আজাদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি একই উপজেলার ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকও।

সোমবার ভোরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সিআইডির বিভাগের পরিদর্শক হাসান ইমাম বলেন, এক বিশ^স্ত সূত্রে সংবাদ পেয়ে ভোলাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আব্দুস সামাদ আজাদকে তার শশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি লিবিয়ায় অবস্থান করা মানব পাঁচারকারী চক্র দ্বারা ২৬ জন বাংলাদেশীসহ ৩০ জনকে নির্মম ভাবে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশীকে জখম করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ উক্ত চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় তিনি বিভিন্ন উপায়ে মানব পাঁচার করে। ৬ জুন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় আন্তর্জাতিক মানব পাঁচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদের নামে একটি মানব পাঁচার আইনে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

১৯টি চোরাই মোবাইলসহ যশোরে আটক ২