মেয়র তাপস ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব নিলেন

0
150
mayer-tapus-dro-16p-9-compressed
মেয়র ফজলে নূর তাপস

দ্রোহ অনলাইন ডেস্ক

নব নির্বাচিত মেয়ের শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার বেলা একটার সময় নগর ভবনে করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

করোনা কারণে অনাড়ম্বর পরিবেশে সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস দায়িত্ব বুঝে নেওয়ার সময় তার স্ত্রী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, নগর আওয়ামী লীগের নেতা মোরশেদ কামাল এবং করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন তিনি।

সদ্য বিদায়ী মেয়র সাঈদ খোকন নির্বাচিত হওয়ার পর ১৬ মে প্রথম বোর্ড সভা করেছিলেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের চেয়ারে বসলেন তাপস।

সিটি কর্পেরেশনের জনসংযোগ কর্মকর্তা (উত্তর) উত্তম কুমার রায় বলেন, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শেখ ফজলে নূর তাপস বেলা তিনটার দিকে অনলাইনে সাংবাদিকদের ব্রিফিং করেন। এরপর ১৭ মে প্রথম অফিস করার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।