যশোরে দগ্ধ কিশোরী বধূ মারা গেছেন

0
123
JOSAR-DROHO-4-11-2020-P10

যশোর প্রতিনিধি

যশোরের শার্শায় আগুনে পুড়ে এক অন্তঃসত্বা কিশোরী বধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

নিহত গৃহবধূর নাম পুতুল (১৬)। একবছর আগে ঝিকরগাছার কাউরিয়া ঋষিপাড়ার প্রদীপ (২২) কে ভালোবেশে বিয়ে করে। তিনি অন্তঃসত্বা ছিলেন।

বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চার মাসের অন্তঃসত্ত্বা পুতুল মারা যায়।

নিহত কিশোরী বধূর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে চোখের সামনে অগ্নিদ্বগ্ধের এ ঘটনা ঘটালেও নেশাগ্রস্ত স্বামী প্রদীপ স্ত্রীকে রক্ষা করতে উদ্যোগ নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে তারা দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এসময় প্রতিবেশিরা দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়। সেখান থেকে সকালে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান পুতুল।

প্রদীপ দাবি করছেন, রাগের মাথায় পুতুল আত্মহত্যা করেছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ঘটনা শুনেই রাতে তিনি ঘটনাস্থলে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় প্রদীপকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।