যশোর আদ-দ্বীন হাসপাতালে ‘চিকিৎসকের অবহেলায়’প্রসূতির মৃত্যু

0
114
যশোর রেল রোডের বেসরকারি আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের বিক্ষোভ

যশোর প্রতিনিধি

যশোর রেল রোডের বেসরকারি আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্তৃপক্ষের অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। মৃত প্রসূতির নাম বৃষ্টি খাতুন(২৫)।

মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মৃত বৃষ্টি রেলগেট পশ্চিমপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী। নবজাতককে হাসপাতালের দ্বিতীয়তালার শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে অন্য রোগীদের হাসপাতাল থেকে নিয়ে চলে যান তাদের স্বজনরা। এছাড়া সেবিকারাও ওয়ার্ড ফেলে পালিয়ে যান।

বৃষ্টিয় খাতুনের বাবা মোকবুল হোসেন বলেন, ‘বৃষ্টি বাড়িতে অসুস্থ বোধ করলে তাকে সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকাল ৯টার দিকে ডেলিভারির জন্য অপারেশ থিয়েটারে নেওয়া হয়।

ডাক্তার শিলা পোদ্দার দুপুর ১২টার দিকে নবজাতক পূত্র সন্তান তাদের কাছে তুলে দেন। তখন ডাক্তার বলেন, রোগীর অবস্থা খারাপ। বাঁচানোর জন্য ৯০ হাজার টাকা লাগবে। ওই ডাক্তারের ভুল চিকিৎসা ও টাকার জন্য হাসপাতালের লোকজন আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’
বৃষ্টির মামা আবগান খান বলেন, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার শিলা পোদ্দার বলেন, সোমবার মধ্যরাতে রক্তক্ষরণ ও খিচুনি উঠলে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের বন্ড স্বাক্ষর করেই রোগীকে ওটিতে নিয়ে বাচ্চা ডেলিভারি করা হয়। তখন তার প্রেশার ছিল ২২০/১২০। শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। রোগীর অবস্থা দেখে স্বজনদের ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়া হয়েছিল। তবে শেষ অব্দি বৃষ্টির মৃত্যু হয়।