যানবাহনে এলইডি লাইট ব্যবহারের ফলে দুর্ঘটনা বাড়ছে

0
180
LED-LIGHT-DROHO9-P-7

পাবনা প্রতিনিধি

যানবাহনে এলইডি লাইটের ব্যবহারে সন্ধ্যা নামলেই সড়কে চলাচল চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাড়ছে দুর্ঘটনা।

সম্প্রতি সড়কে চলাচল কারী অটোরিক্সা, মাহিন্দ্রা, মটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তীব্র আলোর এলইডি লাইট ব্যবহারের প্রবনতা বেড়েই চলেছে। কোন আইনের তোয়াক্কা না করে তীব্র গতির এ আলোর বাতি ব্যবহারের ফলে বিপরিত দিক থেকে ছোট আলোর গাড়ির চালকদের পরতে হচ্ছে বিপাকে। ফলে নিত্য দিনই ঘটছে দুর্ঘটনা। কেউ জীবন হারাচ্ছে, আবার কেউ পঙ্গু হয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঈশ্বরদীর রেল গেট এলাকার এক মোটরসাইকেল চালক জানান, ট্রাফিক আইনে মোটরসাইকেলসহ সবধরনের ইঞ্জিন চালিত যানবাহনের হেড লাইটে সিংহভাগ অংশ কালো রং দিয়ে ঢেঁকে রাখা বাধ্যতামূলক। কিন্তু সে আইনের বালাই নেই। উল্টো করে এক মোটরসাইকেলে তীব্র গতির ৩/৪টিও লাইট ব্যবহার করা হচ্ছে।