রঙিন কপি, নতুন স্বপ্ন

0
70

ইউটিউব দেখে পুষ্টিগুনে সমৃদ্ধ রঙিন ফুলকপির পরীক্ষা মূলক আবাদ করেন কৃষক বশির আহম্মদ। রঙিন কপির অভাবনীয় ফলন পেয়েছেন তিনি। অনেক জমিতে কপির আবাদের চেষ্টা করেছিলেন। বীজ সংকটে তা পারেনি। এবার আগে থেকে বীজ সংগ্রহের চেষ্টা করছেন। অনেক কৃষক তার ক্ষেতের কপি দেখছেন। তার রঙিন ফুলকপি দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। মৌসূমের শুরুতে পৌষ মাসের প্রথম দিকে বাজারজাত করতে পারলে বেশী লাভ হতে পারতো। খোকসার পাতিলডাঙ্গি মাঠ থেকে ছবি গুলো তোলা।