রাজধানীতে আবার বাসে আগুন

0
120
RAJDHINY-Nural-droho-12-11-2020-p-4
রাজধানীতে বাসে আগুন

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর ছয় স্থানে হঠাৎ করে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে উপনির্বাচন কেন্দ্র করে অগ্নিকান্ড ঘটনা ঘটানো হতে পারে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অজ্ঞাত দুর্বৃত্তরা এ সব বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টা পর থেকে পর্যায়ক্রমে কাঁটাবন, বংশাল, মতিঝিল, শাজাহানপুর, গুলিস্তানের গোলাপ শাহ মাজার ও প্রেসক্লাব এলাকায় বাসে আগুন দেওয়ার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৃথক পৃথক আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, মতিঝিল ও পল্টনে মোট চারটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। এর মধ্যে একটি ভ্যাট/ট্যাক্স অফিসের স্টাফ বাস, একটি অগ্রনী ব্যাংকের স্টাফ বাস। এ ছাড়া পল্টনে একটি পাবলিক বাস ও আরেকটি বিআরটিসির গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। এ সব ঘটনায় সন্দেহভাজন কয়েজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান জানান, প্রেস ক্লাবে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে ও শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশে কাঁটাবন সংলগ্ন দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে একযোগে বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা-১৮ আসনে সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনও পক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতোমধ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।